সংশয় এম মিজান রহমান
লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৪৬:৩২ সন্ধ্যা
সংশয়
এম মিজান রহমান
মনের কালি হারিয়ে গেছে সব
কেন জানিনা তা
পারিনা লিখতে আগের মতন
মুক্ত কবিতা.......
যাহা লিখি তাহা ভূল হয়ে যায়
ভাষা ও পাইনা খুজেঁ
দিবালোকে ও স্বপ্ন দেখি
এলোমেলো চোখ বুজে ।
কবি তো নয় কভু
মিছেমিছি ভাবনায়
বদলানো চক্রটা
নিশানা কোন মোহনায় !
আশা আছে চাষা নেই
আজব একই হিম্মত
অগোছালো ঝুলবে কি
চাকাহীণ নীলরথ..?
ফেইসবুকে আমি.. https://m.facebook.com/mijan.mijan.58323
বিষয়: সাহিত্য
৫৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন